ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর আলোচনা সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৭ ডিসেম্বর ২০২২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে “মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন” শীর্ষক আলোচনা সভা ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার ব্যাংকের টাওয়ারে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। 

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কল্যান ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। 

স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোজাহারুল ইসলাম মেহেদী। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি