ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বৈঠকে বাংলাদেশের কৌশল সম্পর্কে জানতে চেয়েছে আইএমএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৫ জানুয়ারি ২০২৩

অর্থনৈতিক মন্দা কাটাতে বাংলাদেশের কৌশল সম্পর্কে জানতে চেয়েছে আইএমএফ। তবে উণের ব্যাপারে কথা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 

আইএমএফ এর উপ-ব্যবস্থপনা পরিচালকের নেতৃত্বে বাংলাদেশ সফরত ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের সাথে।

এসময় মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা, তারল্য সংকটসহ বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে আইআইএমএফ প্রতিনিধিকে অবহিত করে বাংলাদেশ ব্যাংক।

পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে আইএমএফ।

তিনি ব‌লেন, ধারাবাহিক কর্মসূচির আওতায় আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। আইএমএফ প্র‌তি‌নি‌ধি দল সৌজন্যমূলক সাক্ষাৎ কর‌তে কেন্দ্রীয় ব্যাং‌কে এসেছিলেন।‌

‌তি‌নি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন।

বাংলা‌দেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক বলেন, "ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে আজকের সভায় কোনো আলোচনা হয়নি। তবে আইএমএফের ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, নিয়ম অনুযায়ী ঋণ পাব। "

অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এতে প্রাথমিক সম্মতি দিয়েছে আইএমএফ। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন করবে আইএমএফ বোর্ড। পরে ফেব্রুয়ারির শুরুতেই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি