ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

নেপালে বিমান বিধ্বস্ত: আরও ২ মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১৭ জানুয়ারি ২০২৩

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান দুর্ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ২ জনের সন্ধানে অভিযান চলছে। 

নেপাল পুলিশ জানায়, মঙ্গলবার নতুন করে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে তারা। এ নিয়ে দুর্ঘটনাস্থল থেকে মোট ৭০টি মরদেহ উদ্ধার করা হলো। 

এদিকে সোমবার পর্যন্ত ৪১টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তারা জানান, পরিচয় শনাক্ত হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আর যাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তাদের কাঠমান্ডুতে পাঠানো হবে। 

অন্যদিকে, উদ্ধার হওয়া ‘ব্ল্যাকবক্স’ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে তারা। 

রোববার সকালে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের বিমানটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি