ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৭ জানুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন প্রকল্প এর অনুদান প্রদান করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। 

১৫ জানুয়ারি  ব্যাংকের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম সিআইপি এবং ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি