ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দাম বেড়েছে ডিম-মুরগির, উধাও চিনি (ভিডিও)

মেহেদী হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৮ জানুয়ারি ২০২৩

বেড়েছে সব ধরণের মুরগি ও ডিমের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অন্যসব নিত্যপণ্য। ১ ফেব্রুয়ারি থেকে মূল্যবৃদ্ধির ঘোষণায় বাজার থেকে উধাও চিনি।

সাধারণের আমিষের অন্যতম উৎস ডিম ও মুরগীর মাংস। কিন্তু গত কয়েকদিনে মুরগি দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বড়েছে ডিমের দামও। 

ব্যবসায়ীরা জানান, গতকালও ১২০ টাকা দরে ডজন বিক্রি করেছি। আজকে ১২৫ দরে বিক্রি করছি। গতকাল পাইকারি মার্কেটে গেলে ওনারা বলেন মাল শট, দাম বেশি। তিনদিনের ব্যবধানে কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে মুরগীর দাম। ময়লার গত সপ্তাহে বিক্রি করেছি ১৪০ টাকা কেজি, আজকে তিনদিন ধরে বিক্রি করছি ১৭০ টাকা দরে।

বেশিরভাগ চালের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে পোলাও চালের দাম। আর চিনির বাড়তি দাম ঘোষণার পর থেকেই বাজারে উধাও চিনি। তবে কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে প্যাকেট আটার দাম। 

ব্যবসায়ীরা জানান, এক প্যাকেটে ২০ টাকা কমেছে আটা-ময়দার দাম। তবে পোলাও চালের বৃদ্ধি পেয়েছে। সরকার রেট নির্ধারণ করার পর থেকে বাজারে চিনি পাওয়া যাচ্ছে না।

ভরা মৌসুমে সবজির অভাব নেই বাজারে। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। 

তবে সাধারণ মানুষ বলছেন, সব কিছুর বাড়তি দামে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। 

তারা জানান, আমরা যারা চাকরিজীবী আমাদের তো বেতন বাড়ছে না। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছেই।  খরচ সমন্বয় করতে হলে সঞ্চয়ে হাত দিতে হচ্ছে।

আসছে রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর হবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি