ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

১ হাজার মানুষকে কম্বল দিল ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

এ সময় ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী ও রোমানা রউফ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, পৌরসভা মেয়র বদিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ দিন ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি