ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মার্চে হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্তিত করতে মার্চে ঢাকায় হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন এ তথ্য জানান। 

তিনি আরও জানান, বাংলাদেশের পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে এই সামিট অগ্রণী ভূমিকা রাখবে। সরকারের সহযোগিতা ও আন্তরিকতায় বিদেশীদের বিনিয়োগে বাংলাদেশ প্রস্তুত বলে জানান এফবিসিসিআই সভাপতি। 

মো. জসিম উদ্দিন বলেন, স্বাধীনতার পর আমাদের অর্থনীতির সঙ্গে আজকের অর্থনীতির অনেক পার্থক্য রয়েছে। বর্তমানে আমাদের অর্থনীতির আকার ৪৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতির গতিকে আরও ত্বরান্বিত করতে এই সামিটের আয়োজন। যার মাধ্যমে দেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরা হবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে শিল্প বিকাশের ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ সংকট একটি বৈশ্বিক সমস্যা। এতে আমাদের কোনো হাত নেই। আগামীতে আন্তর্জাতিকভাবে দাম কমলে আমাদের দেশেও দাম কমবে বলে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।

সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত এই সামিটে অংশ নেবেন বিশ্বের ১২ দেশের ১৫ জন মন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি