ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খুলনায় এসআইবিএল-এর গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের গ্রাহকদের অংশগ্রহণে এক সমাবেশ ও মত বিনিময় সভা খুলনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। 

অনুষ্ঠানে খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মহিবুল কাদির, রামপুরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. দবির হোসাইন চৌধুরী সহ সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেক্টর নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা রাখার আহবান জানান এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, গ্রাহকদের আস্থাতেই সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২৩ সালের প্রথম দুই মাসে সব ধরনের সূচকে অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে। 

এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় এনে নানা জীবনধর্মী সেবাপণ্য চালুর মাধ্যমে এসআইবিএলকে গণমানুষের ব্যাংকে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি