ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশে সর্বপ্রথম সর্বোচ্চ লেনদেন সুবিধাসহ ‘ভিসা হজ এজেন্ট কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ কার্ডের উদ্বোধন করেন। 

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ভিসা কার্ডের কান্ট্রি হেড সৌম্য বসু ও ডাইরেক্টর (প্রোডাক্ট অ্যান্ড সল্যিউশন) সিরাজ সিদ্দিকী শাকিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। এসময় শীর্ষস্থানীয় হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে কেনাকাটা, বাড়ি ভাড়া প্রদান ও নগদ মুদ্রা উত্তোলন করা যাবে। এছাড়া সর্বোচ্চ সাড়ে সাত লক্ষ মার্কিন ডলার সমমূল্যের টাকা ব্যাংকে জমার সুবিধা-সহ সৌদি আরবের এটিএম থেকে প্রতিদিন সর্বোচ্চ দেড় লক্ষ মার্কিন ডলার সমমূল্যের রিয়াল নগদ উত্তোলন করা যাবে। কার্ড ইস্যু ও নবায়নে কোন চার্জ নেই।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি