ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অনুমতি না মেলায় হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৬ মার্চ ২০২৩

নতুন করে সরকারি অনুমতি না মেলায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। 

এতে দেশের বাজারে সরবরাহ কমে দাম বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। রমজানে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতির দাবি জানিয়েছেন তারা।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল ১৫ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া ছিল। সরকার অনুমতি নবায়ন না করায় সকাল থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি