ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘শুধু গ্রোথ বান্ধবই নয়, বাজেট হবে বিচারবান্ধব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১ এপ্রিল ২০২৩

নতুন বাজেট শুধু গ্রোথ বান্ধবই নয়, বিচারবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ ক্ষেত্রে বিচার বলতে, নিম্নআয়ের মানুষেরা যাতে বাজেটের সুফল ভোগ করেন সেটিই বুঝিয়েছেন মন্ত্রী। সেইসাথে বাজেটে খরচ কমানো নয়, বরং সঠিক খাতে ব্যয়ের ওপর গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। এদিকে বাজেটের আকার ঠিক রাখতে গিয়ে বাণিজ্য খাতে ট্যাক্সের চাপ যাতে না দেওয়া হয় সেই প্রত্যাশা জানান ব্যবসায়ীরা। ট্যাক্স রেট না বাড়িয়ে বরং ট্যাক্স আদায়ের আওতা বাড়ানোর পরামর্শ তাদের । 

শনিবার বিকেলে নগরীর গুলশানে এক রেস্তোরায় বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।  

অনুষ্ঠানে বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর পুরো বিষয়ের মূল পত্র তুলে ধরেন।

ব্যবসায় পরিমণ্ডলে দ্রব্যমূল্য বাড়ার পড়েছে উল্লেখ করে তিনি তার বক্তব্য শুরু করেন। 

পরে তিনি বলেন বজেটের আকার ছোট করা কোন সমাধান নয়। এক্ষেত্রে বাণিজ্য ভিত্তিক ট্যাক্স বাড়ানোর কথা বলেন তিনি। 

এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন বলেন, ট্যাক্স রেট কমাতে হবে এবং ট্যাক্স আদায়ের পরিধি বাড়াতে হবে। অর্থাৎ শুধু রাজধানী ও চট্টগ্রাম ভিত্তিক নয় সারাদেশের উপজেলা পর্যায়েও ট্যাক্স আদায় নিশ্চিত করতে হবে। 

এসময় তিনি বলেন, ট্যাক্স যারা আদায় করবেন এবং যারা ট্যাক্স পলিসি করবেন তারা অবশ্যই আলাদা হতে হবে। বলেন, "যারা ট্যাক্স পলিসি করছে তাই আদায় করছে এমনটা হওয়া যাবেনা।"

বাংলাদেশ টেক্সটাই মিলস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, "সারাদেশে হোল্ডিং ট্যাক্স দেন সাড়ে তিন কোটি মানুষ। তাহলে ইনকাম ট্যাক্স মাত্র ২০ লাখ ৩০ লাখ মানুষ।" 

যারা হোলিডং ট্যাক্স দেন তারা তো ইনকাম ট্যাক্সের আওতায়ও পড়েন। 
সেটি এনবিআর কেনো আদায় করেনা সেই প্রশ্নও রাখেন তিনি। 

তিনি বলেন, সব ট্যাক্স ব্যবসায়ীদের ওপরে চাপানো যাবেনা বলেও জানান তিনি। বলেন, ট্যাক্স রেট কমিয়ে সেটির আওতা বাড়ানো এবং আদায় নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানে এনবিআর এর পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় হতাশা প্রকাশ করেন অতিথিরা। 

তবে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ট্যাক্স আদায় বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ  এনবিআরকে দিয়ে আসলে কোনো লাভ নেই। 

কারণ এবিষয়ে কোনো সিদ্ধান্তই এনবিআর এর নয়। বরং এটি সংসদীয় কমিটির সিদ্ধান্ত। তাই ব্যবসয়ীদের সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করে বাজেট বিষয়ক প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন তিনি।  

এসবি/ 
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি