ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চিনির দাম কেজিতে ৩ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৬ এপ্রিল ২০২৩ | আপডেট: ২০:৫৬, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

কেজিতে ৩ টাকা কমিয়ে খোলা চিনির দাম ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকালে এক প্রজ্ঞাপন জারি করে এ দাম নির্ধারণ করা হয়। আগামী ৮ এপ্রিল থেকে এ দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, যা আগে ছিল ১০৭ টাকা। আর প্যাকেট চিনি এক কেজির দাম পড়বে ১০৯ টাকা, যা আগে ১১২ টাকা। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি