ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের এমডি ও সিইও সুমিত পোদ্দার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২ মে ২০২৩

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় এনবিএফআই- বাংলাদেশ ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সুমিত পোদ্দার। 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ছাড়পত্র পাওয়ার পর আজ মঙ্গলবার (২ মে) নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

এর আগে ১৩ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্সে নেতৃত্ব দিয়েছেন সুমিত পোদ্দার। সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সুমিত পোদ্দার জানান, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের শীর্ষপদে যোগ দিতে পেরে গর্বিত। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।

সুমিত পোর্টফোলিও ব্যবস্থাপনা, কোম্পানি একত্রীকরণ ও অধিগ্রহণ, আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ, ঋণ ও ইক্যুইটি অর্থায়ন, লেনদেন পুনর্গঠনসহ বিভিন্ন আর্থিক লেনদেনে গ্রাহকদের পরামর্শমূলক পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুমিত পোদ্দারের অভিজ্ঞতার বিস্তৃত পরিসরে রয়েছে প্রযুক্তি, টেলিকম, ব্যাংক ও এনবিএফআই, বিদ্যুৎ, শিল্প, রিয়েল এস্টেট, উৎপাদন ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতে গ্রাহকদের পরামর্শ দেয়ার বাস্তবতা। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি