ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বাজারে নেই চিনি, ভোজ্যতল নিয়েও তেলেসমাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ৫ মে ২০২৩

বাজার থেকে হঠাৎই যেন উধাও হয়ে গেছে চিনি। একদফা বাড়িয়ে দাম পুনর্নির্ধারণের পর ভোজ্যতল নিয়েও চলছে তেলেসমাতি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, চিনির ডিলাররা বাড়তি দামের কোনো ক্যাশ মেমো না দেয়ায় বাজারে আনছেন না তারা। সব ধরনের সবজি ও মাছ-মাংসের দামও চড়া। 

ঈদের দুই সপ্তাহ পরও বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম।  

তবে আলু থেকে শসাসহ সব সবজিতে কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বেড়েছে আদার ঝাঁঝও। 

দেশি ছোট-বড় সব মাছের দামও বাড়তি। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম। 

মাংসের চড়া দাম ঈদের আগে থেকেই। ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৪০ টাকা ও সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি দরে কিনতে গিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। 

দাম পুনর্নির্ধারণের পর থেকেই সয়াবিন তেলের পাশাপাশি চিনিও খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। কৃত্রিম সংকটে দাম বাড়াতেই এ কারসাজি- বলছেন তারা। তবে ভিন্ন অজুহাত বিক্রেতাদের। 

চড়া বাজার নিয়ন্ত্রণে নজরদারি নেই কোনো সরকারি সংস্থারই। 
 

এসবি/ 


   


 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি