ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

উচ্চমূল্যের উত্তাপ টিসিবিতেও, চিনিতে বাড়ল ১০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৪ মে ২০২৩ | আপডেট: ১৫:১২, ১৪ মে ২০২৩

কেজিতে ১০ টাকা বাড়লো টিসিবি'র চিনির দাম। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বললেন, আত্মর্জাতিক বাজারে দাম বৃদ্ধির চাপ এক কোটি কার্ডধারী পরিবারের সাথে ভাগাভাগি করে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। 

রোববার সকাল ১০টায় ঢাকার মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের কাছে মে মাসের বিপণন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে মানুষের অপেক্ষা। কারণ, বাজারমূল্যের চেয়ে কিছুটা কমে ডাল, তেল ও চিনি কেনা। এতে খুশি হলেও পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি তাদের।

উচ্চমূল্যের উত্তাপ এখন টিসিবিতেও। গেল ডিসেম্বর থেকে চিনির কেজি ৬০ টাকায় বিক্রি হলেও এখন দাম ৭০ টাকা। কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী জানালেন, আত্মর্জাতিক বাজারে দাম বৃদ্ধির চাপ ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের ভাগাভাগি করে ব্যয় কমানোর চেষ্টা চলছে।

এ মাসে আগের মতোই ১১০ টাকা লিটার হিসেবে ২ লিটার সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও কেজিতে ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা কেজি দরে চিনি কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি