ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

গুলশানে ব্যাংক এমডিদের সংবাদ সম্মেলন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২২ মে ২০২৩ | আপডেট: ১১:৫০, ২২ মে ২০২৩

Ekushey Television Ltd.

ব্যাংক খাতের হালনাগাদ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। 

আজ সোমবার রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এতে এবিবির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ শীর্ষ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) উপস্থিত থাকবেন। এবিবির আমন্ত্রণপত্রে এ তথ্য জানা যায়।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে এবিবির চেয়ারম্যান ও তিন ভাইস চেয়ারম্যান উপস্থিত থাকবেন। এই তিন ভাইস চেয়ারম্যান হলেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ডাচ্‌–বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী।

এর আগে ২০১৮ সালের ২২ ডিসেম্বর ব্যাংক খাতের উন্নয়ন পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছিল এবিবি। এরপর গত বছর ডলার সংকটকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলন করেছিলেন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি