ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক-এর হজ বুথ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২২ মে ২০২৩

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মানিত হজ যাত্রীদের জন্য সার্বক্ষণিক, দ্রুত ও উত্তম সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ২০ মে হজ বুথটি উদ্বোধন করেন। 

এসময় হজ অফিসের পরিচালক ও যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম, ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদ, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, উত্তরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরী, বনানী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মঈনউদ্দিন হোছাইন, শরীয়াহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন, দক্ষিণখান শাখার ব্যবস্থাপক এ.টি.এম. সাখাওয়াৎ হোসাইন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ যাত্রীগণ উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি