ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

এফবিসিসিআই যেকোনো দুর্যোগে ব্যবসায়ীদের পাশে আছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৭ মে ২০২৩

এফবিসিসিআই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে বলে জানালেন দেশের সবচেয়ে বড় এই ব্যবসায়ী সংগঠনের সভাপতি জসীম উদ্দিন।

রাজধানীর মতিঝিলে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে ১ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি, দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে ভবন তৈরি করতে সিটি কর্পোরেশন ও সরকারের প্রতি আহ্বান জানান।

এফবিসিসিআই যেকোনো দুর্যোগে ব্যবসায়ীদের পাশে আছে এবং থাকবে জানিয়ে সংগঠনটির সভাপতি, বিপদগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিত্তবানদের দাঁড়ানোরও আহ্বান জানান। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি