ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রান্তিক পর্যায়ে অ্যাগ্রি সাপ্লাই চেইনে যুক্ত হলো ব্যাংকিং সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ২৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

প্রান্তিক কৃষকদের ডিজিটালি ঋণ দেওয়ার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়ার প্রত্যন্ত গ্রাম তুলাতলিতে শুরু হয়েছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবা। কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তুলাতলি ডিজিটাল ভিলেজ সেন্টারে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় ই-ফার্মারস বাংলাদেশ লিমিটেডের (ই-ফার্মার) তত্ত্বাবধানে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এফএওর কান্ট্রি ডিরেক্টর রবার্ট ডি সিম্পসন প্রধান অতিথি হিসেবে কৃষকের ১০ টাকার হিসাব খোলার মধ্য দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিদ্যুৎ কুমার মহালদার, ই-ফার্মারস বাংলাদেশ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুজ্জামান সাঈদ, ডিজিটাল ট্রি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শিকদার আক্তারুজ্জামান, ব্যাংক এশিয়ার  ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। ই-ফার্মারস বাংলাদেশ ডিজিটাল ট্রি বাংলাদেশ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান।

তুলাতলি গ্রামের এই উদ্যোগে ব্যাংক পৌঁছে গেল কৃষকের দোরগোড়ায়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি