ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ৩০ মে ২০২৩ | আপডেট: ২০:২১, ৩০ মে ২০২৩

দেশের শেয়ার বাজার বিটের সাংবাদিকদের সংগঠন শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও তৃষ্ণা হোমরায় তন্বী।

মঙ্গলবার (২৯ মে) ঢাকার গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি হয়েছেন মো. সানি আহম্মেদ এবং রাজিব জামান। এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন বাবু কামরুজ্জামান ও হাসান কবির জনি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রহমান রনো, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ। কোষাধ্যক্ষ বাবলি ইয়াসমিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন এমএইচ রনি, শামীম আল মাসুদ, মাহমুদ হোসাইন, শারমিন মীরা, শাহিনুর রহমান,তরিক ইসলাম, তারেকুজ্জামান এবং সাইফুল ইসলাম।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি