ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিত্তশালীদের ‘নিট সম্পদের’ ওপর সারচার্জের প্রস্তাব অর্থমন্ত্রীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১ জুন ২০২৩ | আপডেট: ১৯:৪৯, ১ জুন ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিত্তবান ব্যক্তিদের নিট সম্পদকে সরকারের রাজস্ব বর্ধন অভিযানের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন। যাদের ৪ কোটি টাকা বা তার বেশি সম্পদ রয়েছে তাদের নিট সম্পদের ন্যূনতম ১০ শতাংশ সারচার্জের পরামর্শ দিয়েছেন তিনি।    

প্রস্তাবিত বাজেট পেশ করে তিনি বলেন, যাদের মোট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা, তাদের ন্যূনতম ১০ শতাংশ সারচার্জ দিতে হবে। 
তিনি পরামর্শ দেন যে ১০০ কোটি টাকা বা তার বেশি সম্পদ অর্জনকারী ব্যক্তিদের জন্য সারচার্জের অনুপাতিক হার ৩৫ শতাংশ হওয়া উচিত।
বিত্তবান ব্যক্তিদের আয়ের পাশাপাশি তাদের নিট সম্পদের ওপর আলোকপাতের প্রস্তাবটি সরকারের রাজস্ব বর্ধন অভিযানের আওতায় আনার জন্য একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে। 

কামাল বলেন, বাংলাদেশে বিত্তবান ব্যক্তি করদাতাদের কাছ থেকে আয়করের ভিত্তিতে নির্দিষ্ট হারে সারচার্জ আদায় করা হয়।

তিনি আরো বলেন, ‘সারচার্জের এই বিধানটি গত কয়েক বছর ধরে বলবৎ রয়েছে। স্বতন্ত্র করদাতাদের সারচার্জ সমাজের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে।’

অর্থমন্ত্রী বলেন, লেভি সারচার্জের ক্ষেত্রে, ব্যক্তিগত করদাতাদের ভিত্তিতে সারচার্জ ধার্যের প্রয়োগ সহজতর করতে ও মধ্যবিত্ত করদাতাদের বোঝা কমাতে নেট সম্পদের মূল্য প্রকাশ করে।

মন্ত্রী বলেন, ‘আমি সারচার্জের সীমা ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা করার প্রস্তাব করছি।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি