ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ৫ জুন ২০২৩ | আপডেট: ২০:৩২, ৫ জুন ২০২৩

ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের জন্য আয়োজিত ৬০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী ৩৪ জন কর্মকর্তার মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
 
রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি) এ আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, মানব সম্পদ বিভাগের প্রধান এস. এম. আনিসুজ্জামান এবং বিএআইটিডি-এর প্রধান (চলতি দায়িত্ব) এম. এসামুল আরিফিন উপস্থিত ছিলেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি