ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

কমনওয়েলথ দেশগুলোর মাঝে বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ১১ জুন ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৬ সালের মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। এই অগ্রযাত্রায় বাঙালির পরিশ্রম ও কমনওয়েলথ দেশগুলোর সমর্থন সহায়ক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তিনি জানান, আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দু’দিনের কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম। 

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম। বিষয়টি জানাতেই রাজধানীতে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের সংবাদ সম্মেলন ডাকা হয়। 

জানানো হয়, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম।

সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশের গেল এক দশকেরও বেশি সময় ধরে চলা আর্থ-সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এগিয়ে নিতে সহায়ক হবে।  

তিনি বলেন, ‘ফোরাম চলাকালীন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সামনে তার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলি প্রদর্শন করতে সক্ষম হবে। এটি সবার জন্য ইতিবাচক হবে।’ 

বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে, তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত সাড়ে ১৪ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

অপর এক প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়ন করার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে দেশে বেশ কিছু স্টার্ট-আপ গড়ে উঠেছে এবং তারা আগামী ফোরামে চতুর্থ শিল্প বিপ্লবের দিকেও নজর দেবে।

এসময় কমনওয়েলথ দেশগুলোর মাঝে বাণিজ্য ও বিনিয়োগের আপার সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।  
শাহরিয়ার আলম।

তিনি বলেন, কমনওয়েলথকে অবশ্যই এলডিসি, এলএলডিসি, এসআইডিএস ও বিশেষ চাহিদাসম্পন্ন  দেশগুলোর দুর্বলতা মোকাবেলা করতে হবে। এলডিসি উত্তরণের পরেও তাদের বাণিজ্য-সম্পর্কিত জিএসপিগুলো অব্যাহত রাখা, ব্যক্তিগত পুঁজি প্রবাহ ও সবুজ প্রযুক্তি স্থানান্তরের জন্য সহজ শর্তে অর্থায়নের মতো ক্ষেত্রগুলোতে আলোকপাত করতে হবে।

২০২৬ সালে এলডিসির উত্তেরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথ সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা আলোচকদের। 

 

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি