ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চায় মিল মালিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়তে চায় মিল মালিকরা। ২২ জুন এই দাম কার্যকর করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে দিয়েছে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

মিল মালিকরা ওই চিঠিতে বলেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপি মূল্যষ্ফীতির জন্য দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 

চিঠিতে খোলা চিনির কেজি ১৩৫ এবং প্যাকেটজাত চিনির কেজি ১৫০ টাকা করার প্রস্তাব করেছে মিল মালিকরা। বর্তমানে প্রতি কেজি চিনির দাম ১২০ ও ১২৫ টাকা নির্ধারণ করা আছে। 

যদিও বাজারে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৪০ টাকা কেজি দরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি