ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বৃহত্তম স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজের যাত্রা শুরু বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৫ জুলাই ২০২৩

সর্বাধিক গ্রাহকদের প্রযুক্তির ছোঁয়া দিতে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করল বৃহত্তম স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজ। ভারতে অবস্থান শক্ত করার পর বাংলাদেশের বাজারে আসছে ব্র্যান্ডটি। 

আজ বুধবার বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় লাইফস্টাইল, টেক ও স্মার্টওয়াচ ব্র্যান্ড ‘নয়েজ’। দেশের বাজারে পাওয়া যাবে নয়েজের সকল ফ্ল্যাগশিপ ডিভাইস।

উদ্ভাবন, ডিজাইন ও চাহিদার ওপর জোর দিয়ে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জীবনধারায় আমূল পরিবর্তন ও অনন্য অভিজ্ঞতা দিতে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় তাদের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচগুলো বাংলাদেশে নিয়ে আসছে নয়েজ। 

আগামীকাল ৬ জুলাই থেকে দেশের বাজারে নয়েজের কালারফিট পালস গো বাজ-২৭৯০ (বিডিটি), কালারফিট পালস ২ ম্যাক্স-২৯৯৯ (বিডিটি), ফিট হ্যালো- ৫৪৯৯ (বিডিটি) এবং কালারফিট প্রো ৪ আলফা - ৫৪৯৯ (বিডিটি) স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে। 

বিশ্বব্যাপী শীর্ষ তিন স্মার্টওয়াচ প্রস্তুতকারক কোম্পানির মধ্যে রয়েছে ভারতীয় এই ব্র্যান্ডটি। দেশে স্মার্ট পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশে এর বাজার বার্ষিক ৫ দশমিক ৭৯ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। 

বাংলাদেশে যাত্রা উপলক্ষে নয়েজের কো-ফাউন্ডার গৌরব খাত্রী বলেন, “বাংলাদেশে আমাদের ব্যবসা প্রসারিত করতে পেরে আমরা আনন্দিত। এই কৌশলগত পদক্ষেপটি ব্র্যান্ডটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই উদ্ভাবনকে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশী গ্রাহকদের হাতে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, “আমরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে আরও নির্বিঘ্ন করে তুলবে। বাংলাদেশের গ্রাহকদের সেরা অভিজ্ঞতাটাই দিতে চাই আমরা। বাংলাদেশে নয়েজের যাত্রা বিশ্বব্যাপী আমাদের প্রযুক্তিকে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।’

বাংলাদেশের সব জেলা এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরাসরি দোকানে গিয়ে পণ্যগুলো কিনতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি দারাজ, মোশন ভিউ, পিকাবু, রকমারিসহ শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে। 

রাজধানীতে বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মাল্টিপ্ল্যান সেন্টার, মোতালিব প্লাজা মার্কেট এবং সীমান্ত সম্ভারসহ গ্যাজেট অ্যান্ড গিয়ার, স্টার-টেক এবং টেকল্যান্ডের মতো জনপ্রিয় চেইন শপগুলোতেও নয়েজের পণ্যগুলো পাওয়া যাবে। 

ঘরে বসে যাচাই বাছাইয়ের মাধ্যমে সহজে পছন্দের স্মার্টওয়াচগুলো কেনার জন্য অনলাইনেও ব্র্যান্ডটির প্রসারে কাজ করছে কোম্পানিটি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি