ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৩ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

 দাম কমার ঘোষণায়ও দিনাজপুরের হিলিতে নতুন মূল্যে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। 

প্রতি লিটার ১৭৯ টাকা নতুন মূল্য নির্ধারণ করা হলেও এখনও ১৮৯ টাকা দরে বিক্রি হচ্ছে তেল। তেল বিক্রেতারা বলেন, কোম্পানিগুলো এখন পর্যন্ত নতুন মূল্যের তেল সরবরাহ না করায় এবং নতুন অর্ডার না নেয়ায় আগের মূল্যেই তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা প্রতি লিটার নির্ধারণ করেছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স আ্যন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স আ্যসোসিয়েশন। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি