ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশে স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ২১ জুলাই ২০২৩ | আপডেট: ০৮:৩১, ২১ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

দেশের বাজারে লাখ ছাড়িয়েছে স্বর্ণের ভরির দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ৭৭৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এই দর কার্যকর হবে শুক্রবার থেকে।

২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। অন্য মানের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে।

দেশের ইতিহাসে স্বর্ণের এই দাম রেকর্ড গড়ল। এর আগে টানা বাড়তে বাড়তে চলতি বছরের ১৮ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছিল ৯৮ হাজার ৭৯৪ টাকায়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণে দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

এর আগে গত ৭ জুন সর্বশেষ স্বর্ণে মূল্য নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয় ৯৮ হাজার ৪৪৪ টাকা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি