ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানকে চট্টগ্রাম জোনের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৭ আগস্ট ২০২৩ | আপডেট: ১৩:৩৭, ২৭ আগস্ট ২০২৩

সম্প্রতি নির্বাচিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকের চট্টগ্রাম জোন। 

এই উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) সকালে নগরীর আছদগঞ্জস্থ এস আলম ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ম্যানেজার ও নির্বাহীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ আজম, ডেপুটি হেড এ.এফ.এম. ফয়সাল কবির, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মুহাম্মদ পিয়ারুসহ জোনের বিভিন্ন শাখার ম্যানেজারবৃন্দ।

এসময় আবদুস সামাদ লাবু ব্যাংকের চট্টগ্রাম জোনের শাখাসমূহে বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি