ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকে “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ৩০ আগস্ট ২০২৩

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ ও জনাব আব্দুল হান্নান খান, আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এসময় বঙ্গবন্ধুর বিশাল জীবন ও কর্মের বিভিন্ন দিক আলোকপাত করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন এবং তিনি অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি