ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম (ভিডিও)

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৭:৩৪, ১ সেপ্টেম্বর ২০২৩

ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম বলেই দাম বেশি। পেঁয়াজের দরও বাড়তি। সেনালী মুরগীরও দরও বেড়েছে কেজি প্রতি ২০ টাকা। প্রকার ভেদে সবজী বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকা দরে। 

ইলিশের ভরা মৌসুম। তারপরও সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নেই। সাগরে ইলিশ ধরা পড়লেও সরবরাহ কম বলে জানাচ্ছেন বিক্রেতারা।

”এক কেজির টা ১৫০০ টাকা কেজি, আর ৮০০ গ্রামের টা ১৩০০ টাকা কেজি, আমদানি বেশি হলে দাম কমবে।” বললেন এক ইলিশ বিক্রেতা। 

সপ্তাহের ব্যাবধানে বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দর। মসলার বাজারে এলাচ, জিরা দামও বাড়তি। তবে সবজির দাম কিছুটা কম।

”৫০ টাকার পেয়াজ ৭০ টাকা কেজি আর ৭০ টাকার টা এখন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি।” বললেন এক পেয়াজ বিক্রেতা। 

ক্রেতারা বলছেন, বাজারে বেশিরভাগ পণ্যেরই দাম বেশি। মনিটরিং ব্যবস্থা জোরদার করে দর নিয়ন্ত্রণের দাবি তাদের।

”যার বেশি ইনকাম তার জন্য ঠিক আছে, যারা মধ্যবিত্ত তাদের জন্য অসুবিধা আর যারা নিম্ন বিত্ত তাদের জন্য কষ্ট মাস চালানো।” এভাবেই ক্ষোভ জানালেন এক েক্রেতা। 

ডিমের ডজন আগরে মতো দেড়শ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাশির মাংশ গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। তবে বেড়েছে সোনালী মুরগীর দাম।

চালের দাম আগের মতই রয়েছে। মোটা চাল ৫০ও মিনিকিট বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি