ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ইসলামী ব্যাংকের ঢাকা জোনে শরী‘আহ পরিপালন আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ঢাকা ইস্ট, ঢাকা সাউথ ও ঢাকা নর্থ জোনের গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যনেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম। 

ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা নর্থজোন প্রধান বসির আহাম্মদ। 

কর্মশালায় তিন জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি