ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাণিজ্যে আশার আলো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১০:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে রাজনৈতিক রাজনৈতিক প্রতিশ্রুতিতে গুরুত্ব দিচ্ছেন তারা। জাপান দূতাবাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 

গভীর সমুদ্র বন্দরের অভাবে এখনও দূর দেশে পণ্য রপ্তানি করতে হয় সিঙ্গাপুরের মাধ্যমে। এ অবস্থায় শুধু দেশের চাহিদা নয় প্রতিবেশি উত্তর-পূর্ব ভারতে বাণিজ্য সম্প্রসারণে আশার আলো হতে পারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। 

ভবিষ্যতে মংলা ও চট্টগ্রাম বন্দরে কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা।  

তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু সরকারি উদ্যোগ নয় এমন প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ীদের অংশ গ্রহণ জরুরি বলেও মনে করেন তিনি।

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে তা বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলছে ব্যবসায়ীরা। 

আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা কঠিন। 

মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর হলে এ অঞ্চলের অর্থনৈতিক পটপরিবর্তনের প্রত্যাশার কথা তুলে ধরেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি