ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

বাইকের নতুন ফিচার আনলো ইয়ামাহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৭ অক্টোবর ২০২৩

প্রতি বছর গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে ইয়ামাহা। তারই ধারাবাহিকতায় এসিআই মটরস্ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করলো ইয়ামাহার প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল আর১৫ ভার্সন ৪.০ এর নতুন কালার ইন্টেনসিটি হোয়াইট ও টিএফটি মিটারসহ আর১৫এম ভার্সন, ৪.০ সাথে রয়েছে এলইডি ফ্লাশার। 

দুটি বাইকই বিএস৭ (ওবিডি২) ইঞ্জিন বিশিষ্ট। এছাড়াও বাইক দুটিতে রয়েছে আধুনিক সব ফিচার, যা এই শ্রেণির ক্রেতাদের খুব সহজেই আকৃষ্ট করবে। 

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর এসিআই সেন্টারে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্’র নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। 

বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি ৩এস (সেলস্, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি