ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৯ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও ৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ সভাপতিত্ব করেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। 

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

উল্লেখ্য, নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে, ঝালকাঠির নলছিটিতে বুড়িরহাট বাজারে, কক্সবাজারে ইসলামপুর বাজারে, লক্ষ্মীপুরে রাজাপুরে, কুমিল্লার বুড়িচংয়ের বুড়বুড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় শালগাঁও-কালিসীমা বাজারে। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি