ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ডিসেম্বর থেকে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১ নভেম্বর ২০২৩

আগামী ডিসেম্বর থেকে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা। চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হবে।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় এ তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

এদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা বৈঠকে ন্যূনতম কত মজুরি হবে, তা নিয়ে একমত হতে পারেনি বোর্ড। গত ২২ অক্টোবর বোর্ডের কাছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধি। বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষের প্রস্তাবের ওপরই সভায় দীর্ঘ আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। উভয় পক্ষই আরও সময় নিয়েছে।

ফলে শেষ পর্যন্ত পোশাকশ্রমিকদের মজুরি ঠিক কত টাকা বাড়ানো হবে তা এখনই বলা যাচ্ছে না। এটি জানতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

তিনি বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতনের ক্ষেত্রে সাতটি গ্রেড থেকে পাঁচটিতে নিয়ে আসা। এখানে মালিক-শ্রমিক উভয় পক্ষই একমত হয়েছেন। তবে ন্যূনতম মজুরি নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি সভা হবে। ওই সভায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি