ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিমিয়ার ব্যাংকের সপ্তাহব্যাপী ‘জেনারেল ব্যাংকিং মডিউল’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৮:৪৪, ১৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি'র লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে সপ্তাহব্যাপী “জেনারেল ব্যাংকিং মডিউল” শীর্ষক ট্রেনিং কোর্স রোববার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম সুচিন্তিত এবং সুনিপুনভাবে সম্পাদনের লক্ষ্যে নতুন নিয়োগকৃত ট্রেইনি জুনিয়র অফিসার (সাধারন) এতে অংশগ্রহণ করছেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ) প্রধান অতিথি থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)
শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স প্রধান মোঃ তারেক উদ্দিন, এসভিপি এন্ড এইচ আর অপারেশন প্রধান কায়সার আলম মজুমদার, ভিপি এন্ড লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার প্রধান সাদিয়া মবিন হান্নান সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি