ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় প্রান্তিকে বাংলালিংকের মুনাফা ১ হাজার ৫৮৮ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২১ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৫৫, ২১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ব্যপারে বাংলালিংক খুবই ইতিবাচক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিক অস। তিনি এজানান, এ বছরের তৃতীয় প্রান্তিকে ১ হাজার ৫৮৮ কোটি টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। 

এরিক বলেন, এখন প্রতিষ্ঠানের মালিকদের উপর নির্ভর করছে কতোদিনের মধ্যে তারা তালিকাভুক্ত হবেন। এসময় ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ১ হাজার ৫৮৮ কোটি টাকা মুনাফা হয়েছে বলে জানান তিনি। 

এরিক অস বলেন, টানা ছয় প্রান্তিক ধরে দুই অঙ্গের প্রবৃদ্ধি অর্জন করে চলেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিজিটাল সেবা ৪ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থা ও গ্রাহণযোগ্যতা অর্জন করার কারণেই এই প্রবৃদ্ধি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি