ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গরম কাপড়ের ব্যবসায় ঠাণ্ডা ভাব (ভিডিও)

মেহেদী হাসান

প্রকাশিত : ১১:৩০, ২৬ নভেম্বর ২০২৩

দেশজুড়ে শীত নামতে শুরু করলেও রাজধানীর গরম কাপড়ের ব্যবসায় এখনও ঠাণ্ডা ভাব। পাইকারি ব্যবসা যেমন জমেনি তেমনি খুচরা বেচাকেনায়ও মন্দা। এজন্য হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 

শীতের বাতাস বইছে প্রকৃতিতে; উত্তর জনপদে অনুভূত হচ্ছে ঠাণ্ডা। অন্যান্য বছর গোটা নভেম্বর জুড়ে গরম কাপড়ের পাইকারি বেচাকেনা জমে উঠে রাজধানীর বঙ্গবাজারসহ বিভিন্ন মার্কেটে। রাজনৈতিক কারণে এবার চিত্র খানিকটা ভিন্ন। 

সপ্তাহের চারদিনই থাকছে হরতাল-অবরোধ। ফলে নেই পাইকারি ক্রেতা। সঙ্গে খুচরা বেচাকেনাতেও মন্দা। 

রাজধানীর ব্যবসায়ীরা জানান, আমাদের ক্রেতা মূলত পুরো বাংলাদেশের ক্রেতা। এখন হরতাল-অবরোধে অবস্থা খুবই খারাপ। নভেম্বর মাসজুড়ে পাইকারী বিক্রি হয়, তারা আস্তে আস্তে বিক্রি করে থাকে। কিন্তু মাস শেষ হয়ে যাচ্ছে বেচাকেনা তেমন নাই। 

শীতকে কেন্দ্র করে দেশের বাজারে কি পরিমাণে পোশাক কেনাবেচা হয় তার কোন পরিসংখ্যান নেই সরকারি-বেসরকারি কোন পর্যায়েই। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, আগের বছরগুলোর তুলনায় এবার ব্যবসা নেই বললেই চলে। 

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, “বেচাকেনা টুকটাক আছে, কিন্তু আগের মতো পাইকারি বিক্রি হচ্ছেনা। রাজনৈতিক কর্মসূচিতে ক্রেতা আসছেনা।”

পুড়ে যাওয়া বঙ্গবাজারে নতুন ভবনের নির্মাণ কাজের জন্য ৩০ নভেম্বরের মধ্যে স্থান খালি করে দেয়ার কথা রয়েছে। এ নিয়েও অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি