ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে বাজাজের ২৫০ সিসির মোটরসাইকেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২৭ নভেম্বর ২০২৩

উত্তরা মোটর্স ও বাজাজ অটো বাংলাদেশে সর্ব প্রথম গ্রাউন্ডব্রেকিং উচ্চতর সিসি বাজাজ পালসার N২৫০ মোটরসাইকেল এর শুভ উদ্ভোধন করেছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় মহামান্য হাইকমিশনার জনাব প্রণয় ভার্মা, উত্তরা মোর্টস লিমিটেডের চেয়রম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমানের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং জনাব নাঈমুর রহমান, বাজাজ অটো ভারতের ইন্টারন্যাশনাল বিজনেস, বিভাগীয় ব্যবস্থাপক জনাব সামীর মারদিকার, বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্মকর্তা, উত্তরা মোটর্স লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাইকমিশনার জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সাথে কর্মদক্ষতা, ভৌগোলিক নৈকট্য এবং উন্নত মাল্টিমোডাল সংযোগের কারণে, বাংলাদেশের অটোমোবাইল খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতীয় শিল্পের নতুন অংশীদারিত্ব একটি আদর্শ অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে ভারতীয় অটোমোবাইল শিল্পের প্রধান প্রতিষ্ঠানগুলির শক্তিশালী উপস্থিতির ফলে উল্লেখযোগ্য কর্মসংস্থান এবং রাজস্ব আহরনে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। পারস্পরিক পরিপূরকতার প্রতিফলন যা আমাদের উভয় দেশের পারস্পরিক প্রবৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে।

জনাব মতিউর রহমান বলেন, "দুই দশক আগে, বাজাজ অটো এবং উত্তরা মোটর্স প্রথম পালসার লঞ্চ করেছিল এবং বাংলাদেশে মোটরসাইকেল জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তারপর থেকে, পালসার সফলতার সহিত নতুন মানদ- স্থাপন করেছে এবং বাংলাদেশে উচ্চক্ষমতার মোটরসাইকেলের চাহিদা দ্রুত গতিতে বাড়ছে।

জনাব রহমান বাংলাদেশের রাস্তায় বিশেষ করে ৩৭৫ সিসি উচ্চতর ক্ষমতার ইঞ্জিন সম্পন্ন মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রশংসা করেন। এই সিদ্ধান্ত দেশের পরিবহন জগতে একটি ইতিবাচক অগ্রগতি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। উত্তরা মোটর্স মোটরসাইকেল ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজাজ মোটরসাইকেল সরবরাহ করে। তিনি নিশ্চিত ভাবে বলেন যারা স্পোর্টস বাইকের পাওয়ার- প্যাকড পারফরম্যান্স খোঁজে বাজাজ পালসার N২৫০ তাদের ক্রমবর্ধমান চাহিদা পুরণ করবে। এটি পুলিশ প্রসাশন, র‌্যাব প্রশাসন এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের জন্যও উপযোগী হবে।

বাজাজ পালসার N২৫০-এর আগমন বাংলাদেশের তরুনদের এবং মোটরসাইকেল প্রেমিদের বিবর্তনের প্রতিফলন করে, যারা সত্যিকার অর্থে স্পোর্টি মোটরসাইকেল খুঁজছে এবং শহরের দৈনন্দিন পরিস্থিতিতে এটি চালানোর উপযোগী হিসাবে চিন্তা করছে তাদের নিকট বাজাজ পালসার N২৫০ একটি উলেখযোগ্য মাইলফলক।

প্রাথমিকভাবে ২৫০ সিসির ৫০০ থেকে ৬০০ মোটরসাইকেল বাজারে আনা হবে বলে জানা গেছে। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। 

২৫০ সিসির নতুন মডেলের এই মোটরসাইকেলের ব্র্যান্ড নাম বাজাজ পালসার এন২৫০। দেশে বাজাজের মোটরসাইকেল বাজারজাত করে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২৫০ সিসির মোটরসাইকেলটি বাজারে আনতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শিগগিরই এটির বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস প্রযুক্তি। ডুয়েল চ্যানেল এবিএস ফিচারটি মোটরসাইকেলের চাকা লক না হওয়া বা আটকে যাওয়া অথবা যে কোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিয়ে কাজ করে।

ব্রুকলিন ব্ল্যাক রঙের মোটরসাইকেলটিতে থাকবে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও গ্লিটার প্যাটার্নের এলইডি টেইল ল্যাম্প। রয়েছে ইউএসবি মোবাইল চার্জিং ব্যবস্থাও। মোটরসাইকেলটির সামনে ৩৭ মিলিমিটারের টেলিক্সপিক সাসপেনশন ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন।

মোটরসাইকেলটির ইঞ্জিনটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ধরনের। ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১ দশমিক ৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। মোট ১৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটির বাইকটির ওজন ১৬২ কেজি। বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলে ৪৫ কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি