ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

কর্মকর্তাদের জন্য ব্যাংক এশিয়ার হাই পারফরমেন্স টিম বিল্ডিং প্রোগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৮:০৩, ২৭ নভেম্বর ২০২৩

কাজী কনসালট্যান্টস্-এর সহযোগিতায় ব্যাংক এশিয়া লিমিটেড সম্প্রতি কর্মকর্তাদের জন্য সাভারের সিসিডিবি হোপ ফাউন্ডেশনে দুই দিনব্যাপী হাই পারফরম্যান্স টিম বিল্ডিং প্রোগ্রামের আয়োজন করে। ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৩০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

দুই দিন ব্যাপী প্রোগামে কর্মকর্তাদের নেতৃত্বের উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেশন ও কার্যক্রম পরিচালিত হয়। 

সমাপনী পর্বে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন ও জিয়াউল হাসান এবং এসইভিপি ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আলকনা কে চৌধুরী যোগদান করেন।

কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি