জিডিপির তুলনায় রাজস্ব আদায় খুবই কম (ভিডিও)
প্রকাশিত : ১১:১৮, ২৯ নভেম্বর ২০২৩
আয়কর তথ্য-সেবা মাসের প্রথম ২৬ দিনে রিটার্ন জমা পড়েছে ১৭ লাখ ৮ হাজার ৬১২টি। আদায় হয়েছে ৪ হাজার ৮৩ কোটি টাকা। আর অর্থবছরের প্রথম চার মাসে আয়কর আদায় হয় ৩১ হাজার ২৫৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ হাজার ৮শ’ কোটি টাকা কম। আয়কর আইনে ৪৩টি সরকারি সেবা গ্রহণে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতমামূলক করা হয়েছে।
চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা এনবিআর আদায় করতে চায় আয়কর খাত থেকে।
চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা ছিল ৯৩ লাখ ৪৬ হাজার ৮৬৯। আয়কর তথ্য-সেবা মাস তথা নভেম্বরের প্রথম ২৬ দিনে রিটার্ন জমা হয়েছে ১৭ লাখ ৮ হাজার। আদায় হয়েছে ৪ হাজার ৮৩ কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম চার মাসে আয়কর থেকে এনবিআর আদায় করেছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রা ৩৬ হাজার ৬২ কোটির চেয়ে ৪ হাজার ৮শ ৩ কোটি টাকা কম।
এনবিআর কর সদস্য মো. নাজমুল করিম বলেন, “সারাদেশের প্রতিটি কর অঞ্চলে আয়কর তথ্য সেবা মাস চলমান রয়েছে।”
এনবিআর বলছে, রাজস্ব বাড়াতে নতুন নতুন উদ্যোগ নেয়া হয়েছে। মাসব্যাপী চলছে বিশেষ তথ্য-সেবা।
মো. নাজমুল করিম বলেন, “ট্যাক্স নেট বাড়ানোর জন্য প্রতিবছরই বিভিন্ন রকমের কর্মসূচি আমরা নিয়ে থাকি। প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে সর্বদাই নতুন করদাতাদের করের আওতায় আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, “ট্যাক্সের যে বেহাল অবস্থা, এটার যে নিম্নগামীতা এ দিয়ে বোঝা যাচ্ছে করদাতার সংখ্যা বাড়েনি।”
৪৩টি সেবা পেতে নাগরিকদের রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। দেশের অর্থনীতির স্বার্থেই নাগরিককে নিজ দায়িত্বে কর দেয়ার আহবান তাদের।
মো. নাজমুল করিম বলেন, “সরকারের ৪৩টি সেবা পেতে হলে এই পিএসআর দেখাতে হবে। সুতরাং স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আয়করের নেটে চলে আসতে হচ্ছে।”
ড. আব্দুল মজিদ বলেন, “সার্ভিস নেব কিন্তু পয়সা দেবনা। এই মৌলিক উপলব্ধিটা হচ্ছে প্রথম সমস্যা। দুই পক্ষের থেকে মৌলিক উপলব্ধিটা করতে হবে।”
নির্বাচনী ডামাঢোলে অনেকেই আয়কর রিটার্ন জমা দিতে পারেননি। তাই সময় ১ মাস বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এফবিসিসিআই সহ-সভাপতি খায়রুল হুদা চপল বলেন, “হরতাল-অবরোধে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এর কারণেই ১ মাস সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।”
দেশের জিডিপির তুলনায় রাজস্ব আদায় খুবই কম। কর-জিডিপি অনুপাত এখন ৮। বিশেষজ্ঞরা বলছেন, জিডিপির সাথে তাল রেখে বাড়াতে হবে রাজস্ব আদায়।
এএইচ
আরও পড়ুন