ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কমার্স প্লেক্সের সাথে রেমিট্যান্স সেবা চুক্তি করেছে ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৩০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া লিমিটেড সম্প্রতি সিমপাইসার মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কমার্স প্লেক্স লিমিটেডের সাথে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শাফিউজ্জামান এর উপস্থিতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. ইকবাল হোছাইন এবং কমার্স প্লেক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব
ইয়াসির পাশা চুক্তিপত্র হস্তান্তর করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ, হেড অব গ্রুপ ট্রেজারি জনাব আরিকুল আরেফিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান জনাব গোলাম গাফফার ইমতিয়াজ চৌধুরী এবং কমার্স প্লেক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব কামিল কামরান শেখ, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সানজানা ফরিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

এ চুক্তির আওতায়, কমার্স প্লেস কর্তৃক আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত রেমিট্যান্স ব্যাংক এশিয়ার নেটওয়ার্কে প্রেরিত হবে এবং ব্যাংক এশিয়া দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সুবিধাভোগীর নিকট রেমিট্যান্সের টাকা পৌঁছে দেবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি