ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হিলি স্থলবন্দরে আরেকদফা বাড়ল পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ৩ ডিসেম্বর ২০২৩

আমদানি কমের অজুহাতে ও ভারতে দাম বাড়ায় একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে আরেকদফা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। 

একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৮২ থেকে ৮৮টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৯৪টাকা। আমদানিকারকরা জানান, ভারত সরকার নির্ধারীত ৮শ মার্কিন ডলার মুল্যেই প্রতিটন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তবে দেশে ডলার সংকটের কারনে ব্যাংকগুলো ঠিকমত এলসি দিচ্ছেনা। যার কারনে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অনেকটা কমে গেছে। সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার কারনে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় ভারতেই পেঁয়াজের দাম কিছুটা উদ্ধমুখি। এতে সরবরাহ কমায় দাম বাড়তির দিকে রয়েছে। 

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি