ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজের ব্যাপক দরপতন

মেহেদী হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১২ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৫:৪০, ১২ ডিসেম্বর ২০২৩

রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজের ব্যাপক দরপতন। কেজি নেমেছে ৭০ থেকে ৭৫ টাকায়। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী কয়েকদিনের মধ্যে দাম আরো কমার আশা করছেন তারা।

রাজধানিতে পেঁয়াজ, রসুন- আদার সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজার। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফসল নিয়ে আসেন কৃষকরা। বিক্রির পর আড়তদের কমিশন দিয়ে বাকি টাকা নিয়ে চলে যান বাড়ি। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, বেড়েছে দাম এমন খবরে এই কৃষকরা রাজবাড়ি থেকে নিয়ে এসছেন পেঁয়াজ। তবে পাইকারিতে দাম কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকায় নেমে যাওয়ায় হতাশ তারা। 
আড়তদাররা বলছেন, মুড়িকাটা পেয়াজ উঠে গেছে, কয়েকদিনের মধ্যে শুরু হবে ভরা মৌসুম। ফলে আমদানি না হলেও পেয়াজের আপাতত কোন ঘাটতির আশঙ্কা নেই।  

তবে রাজধানির পলাশি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানালেন, নতুন দেশি পেয়াজ ১২০ টাকা কেজি আর পুরান পেয়াজ ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

পাশাপাশি গত দুই দিনের ব্যবধানে খানিকটা বেড়েছে সয়াবিন তেল ও চিনির দাম। 

তবে ভোজ্য তেল-চিনির সরবরাহে এখন কোন সংকট নেই বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। 

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি