ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দরপতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১২ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত কিছুদিন ধরেই অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম বাড়ছিল। অবশেষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) মার্কিন মুদ্রার দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে জাপানি মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের দর স্থির হয়েছে ১৪৫ দশমিক ৫৪ ইয়েনে। একই দিনে ইউরোর দাম বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৭৮৮ ডলারে।

তবে স্টার্লিংয়ের মূল্যমান অপরিবর্তিত আছে। ব্রিটিশ মুদ্রাটির দাম দাঁড়িয়েছে ১ দশমিক ২৫৫৬ ডলারে।আলোচিত কর্মদিবসে প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে যা ১০৩ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।

এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার মুদ্রার মানে উত্থান ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি অসি কারেন্সি বিক্রি হয়েছে শূন্য দশমিক ৬৫৮৮ ডলারে। নিউজিল্যান্ডের মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ। কিউই কারেন্সি বিকোচ্ছে শূন্য দশমিক ৬১৪৮ ডলারে। 

বিদায়ী নভেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। চলতি মাসের শুরুতে এই খবর প্রকাশের পর ডলারের দর বৃদ্ধি পাচ্ছিলো। কারণ, সুদের হার বাড়াতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। তবে সেই নীতি থেকে সরে আসতে পারে তারা। এমন প্রত্যাশায় গ্রিনব্যাকের দর নিম্নমুখী হলো।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি