ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শিবচরে ইউনিয়ন ব্যাংকের ১৩তম শাখার উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৯ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরের শিবচরে এস আলম গ্রুপের ইউনিয়ন ব্যাংকের ১৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর রোডে ইউনিয়ন ব্যাংক পিএলসির শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন ব্যাংকের সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী।

এই সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লতিফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার বেপারী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানা ইনচার্জ অফিসার সুব্রত গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী তারা বিজনেসের স্বত্বাধিকারী আসাদুজ্জামান নূর, শিবচর উপজেলা ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, শিবচর বনিক সমিতির সভাপতি লোকমান হোসেন খানসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি