ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ফজলুর রহমানের মৃত্যু

একজন সৃজনশীল সফল উদ্যোক্তাকে হারালো দেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৭:১৬, ২৬ ডিসেম্বর ২০২৩

সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান। ৭৬ বছর বয়সে সোমবার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের যেসব উদ্যোক্তা সম্পূর্ণ নিজের চেষ্টা ও উদ্যোগে শূন্য থেকে বড় শিল্পোদ্যোক্তা হয়েছেন, তিনি তাঁদের একজন। মাত্র ৪২ টাকা পুঁজিতে একটি মুদিদোকান খুলে ব্যবসাজীবন শুরু করেন।

এরপর তিলে তিলে গড়ে তুলেছেন ৪০টির বেশি প্রতিষ্ঠান। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ২৫ হাজারের বেশি মানুষের। দেশের অর্থনীতিতে রেখেছেন অসামান্য অবদান। দেশের শিল্প-বাণিজ্য, অর্থনীতির বিকাশেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

ফজলুর রহমান শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তাঁর মৃত্যুতে যেন বাংলাদেশের একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানেরই মৃত্যু হলো। বাংলাদেশের অর্থনীতি ও শিল্পের যে অবস্থান, তার ভিত রচিত হয়েছিল ফজলুর রহমানদের মতো কিছু ব্যবসায়ী ও উদ্যোক্তার হাত ধরে।

এ দেশের প্রথম প্রজন্মের ব্যবসায়ী বা উদ্যোক্তাদের একজন ছিলেন ফজলুর রহমান। পারিবারিকভাবে তিনি ব্যবসায়ী হননি। নিজের পরিশ্রম, চেষ্টা ও মেধায় তিনি এ দেশের পুরোধা ব্যবসায়ীদের একজন হয়েছেন। একক চেষ্টায় সফল হয়েছেন, দেশে এমন উদ্যোক্তা আছেন হাতে গোনা কয়েকজন। তাঁদের হাত ধরেই দেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন। সেই বিবেচনায় বলা যায়, তিনি নিজে যেমন ছিলেন সফল উদ্যোক্তা, তেমনি অনেক উদ্যোক্তা তৈরিতেও তাঁর বিশাল অবদান রয়েছে।

ব্যবসায়িক অবদানের স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পোদ্যোক্তা। কেবল দেশেই পুরস্কার পাননি, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন তিনি। অসামান্য উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ডিএইচএল-ডেইলি স্টার আয়োজিত ‘বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০০৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১৮-২০১৯ অর্থবছরের ‘সেরা করদাতা’ হন। তিনি বাণিজ্য মন্ত্রণালয় স্বীকৃত একজন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)। এ উদ্যোক্তা বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এবং বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

স্বপ্নবাজ ফজলুর রহমানের জন্ম ১৯৪৭ সালের ৬ মে। ১১ ভাই-বোনের মধ্যে ফজলুর রহমান ছিলেন দ্বিতীয়। অবশেষে সবাইকে কাঁদিয়ে সফল স্বপ্নবাজ এ শিল্প উদ্যোক্তা সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি