ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেয়ার বাজারে বিডি থাই অ্যালুমিনিয়াম-এর সন্দেহজনক মূল্যবৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম  লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ২৬ ডিসেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ২০ পয়সা । ২৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি