ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, প্রস্তুতি প্রায় শেষ

মেহেদী হাসান

প্রকাশিত : ১৫:৩৫, ১৫ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে শুরু হতে পারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সব প্রস্তুতি প্রায় শেষ, অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। এদিকে, রপ্তানি উন্নয়নের জন্য আলাদা সোর্সিং ফেয়ার আয়োজনের কথা ভাবছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো- ইপিবি। 

প্রতিবছর পহেলা জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সে অনুযায়ী স্টল বরাদ্দ দেয়া হয়েছিল এবারও। কিন্তু ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয় মেলার উদ্বোধন। 

ইপিবি বলছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ঘোষণা করা হবে ২৮তম বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ। 

ইপিবি ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, “সাধারণত বাণিজ্য মেলাটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। সুতারং তার সুবিধাজনক তারিখ এবং সময় এই মেলাটি শুরু হবে। তবে ২০-২২ তারিখের মধ্যে শুরু হবে বলে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে।”

এদিকে, রপ্তানি উন্নয়নের উদ্দেশ্যে আয়োজন করা হলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিণত হয়েছে পণ্য বেচাকেনার সাধারণ মেলায়। এজন্য রপ্তানি উন্নয়নে আলাদা করে আন্তর্জাতিক মানের স্বল্প মেয়াদি সোর্সিং ফেয়ার আয়োজনের কথাও ভাবছে ইপিবি। 

এ এইচ এম আহসান বলেন, “শুধু আন্তর্জাতিক ফ্লেভার দিতে গেলে এটা একমাসব্যাপী করা যাবেনা। এটাকে আরও ছোট করে আনতে হবে। সেজন্য আমরা ভাবছি, ৩ দিনব্যাপী সোর্সিং ফেয়ার করবো, সেটি আলাদাভাবে করা হবে। 

এবারের বাণিজ্য মেলায় ৯ ক্যাটাগরিতে ৭২টি প্যাভিলিয়ন, ২৬০টি স্টল আর ৩০টি রেস্তোরা বরাদ্দ দেয়া হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি