ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নতুন অর্থমন্ত্রীকে এবিবি’র অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৮ জানুয়ারি ২০২৪

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে এবিবির একটি প্রতিনিধি দল। এসময় তারা নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান।

বুধবার (১৭ জানুয়ারি) এ সাক্ষাতে উপস্থিত ছিলেন এবিবির ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, এবিবির ভাইস চেয়ারম্যান ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন, এবিবির সেক্রেটারি জেনারেল ও প্রাইম ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং এবিবির ট্রেজারার ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।
  
সৌজন্য সাক্ষাতে এবিবির নেতারা অর্থমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার সঙ্গে দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়েও আলোচনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি